বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে নিপুণকে
পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৫ ১২:০৭ ।
বিনোদন
বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে।
আজ ১০ জানুয়ারি শুক্রবার সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় এবং এরপর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলার কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
জিজ্ঞাসাবাদ শেষে সিলেট থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ।
আরও পড়ুন