নওগাঁয় জাতীয় নাগরিক কমিটির সভা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৫ ১৮:৩০ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁয় জাতীয় নাগরিক কমিটির রাইজিং উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন।

অনুষ্ঠানের শুরুতেই ২০২৪ গণঅভ্যুস্থানে শহীদ ও আহতদের স্মরণ করা হয়। এসময় বক্তারা জুলাই আগষ্ট ২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, ঘটনা সমূহ ও জাতীয় নাগরিক কমিটির আগামীর পরিকল্পনা তুলে ধরে বক্তারা বলেন- দীর্ঘদিন ধরে দেশের মানুষ নিপীড়ন ও বৈষম্যের শিকার হয়েছে। গণঅভ্যুস্থানের মূল উদ্দেশ্যই ছিলো ফ্যাসিবাদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করা। তাই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যদিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, সহ মূখপাত্র তাহসিন রিয়াজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন, তানজিম বিন বারি, জাতীয় নাহরিক কমিটির সদস্য আল ইমরান রকি ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।