চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসরে রোহিত?
পুণ্ড্রকথা ডেস্ক
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার-গাভাসকার ট্রফি সিরিজে তার নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এই সিরিজে ভারতের ব্যর্থতা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে না পারার পর তাকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সিরিজের সময় থেকেই রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হলেও সিডনি টেস্টের দ্বিতীয় দিনে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, ‘আমি কোথাও যাচ্ছি না।’ তবে এই মন্তব্য সত্ত্বেও রোহিতের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআইয়ের রিভিউ মিটিংয়ে আলোচনা হয়েছে।
রোহিতের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিসিসিআই দুশ্চিন্তায় রয়েছে। শেষ তিনটি সিরিজে তিনি মাত্র ১৬৪ রান করেছেন, যেখানে তার গড় ছিল ১০-এর সামান্য বেশি। বিশেষত অস্ট্রেলিয়া সফরে তার পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। তিনি মাত্র ৩১ রান করতে পেরেছেন এবং তার গড় ছিল ৬.২।
‘দৈনিক জাগরণ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে যে রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের পরবর্তী অ্যাসাইনমেন্ট ইংল্যান্ড সফর, যেখানে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘রোহিতের ইংল্যান্ড সফরে যাওয়া খুবই অনিশ্চিত।’
এই প্রসঙ্গে সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট এক পডকাস্টে মন্তব্য করেন যে তিনি রোহিতকে ইংল্যান্ড সফরে দেখছেন না। গিলক্রিস্ট বলেন, ‘আমি মনে করি রোহিত বলেছেন যে তিনি ঘরে ফিরে পরিস্থিতি বিচার করবেন। তবে ঘরে ফিরে তার প্রথম কাজ হবে দু’মাসের শিশুর ন্যাপি বদলানো। আমি তাকে খেলা চালিয়ে যেতে দেখছি না।’ তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার চেষ্টা করবে এবং সেখানেই হয়তো তার অধ্যায় শেষ হবে।’
বিসিসিআই আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাইছে না। তবে বোর্ডের কয়েকজন কর্মকর্তা মনে করেন যে রোহিতের সাম্প্রতিক মন্তব্য তাদের বিশেষভাবে আশ্বস্ত করেনি। নির্বাচকেরাও তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন।
এই সমস্ত পরিস্থিতির মধ্যে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে পারে। এরপর ভারতীয় ক্রিকেট দলের নতুন নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।