যত রান তত টাকা, অদ্ভুত নিয়মের কথা ভাবছে ভারত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৫ ১১:৫৯ ।
খেলাধুলা
পঠিত হয়েছে বার।

অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে হারের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বেতন দেওয়ার একটি নতুন নিয়ম চালুর কথা ভাবছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে তাদের আয় নির্ধারণের প্রস্তাব উঠেছে। এই নিয়ম চালু হলে, যে ক্রিকেটার ভালো খেলবেন, তিনি বেশি টাকা পাবেন, আর খারাপ পারফরম্যান্স করলে কম টাকা পাবেন। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, অস্ট্রেলিয়া সিরিজে মাত্র ৩১ রান করা রোহিত শর্মা যশস্বী জয়সওয়ালের তুলনায় কম টাকা পাবেন। তবে এই নিয়ম কবে থেকে কার্যকর হবে, তা এখনো পরিষ্কার নয়। 

 

বোর্ডের কর্তারা অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে বেতন দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। মনে করা হচ্ছে, এ ধরনের পদক্ষেপ খেলোয়াড়দের আরও বেশি দায়িত্ব নিয়ে পারফর্ম করতে উৎসাহিত করবে। বেসরকারি সংস্থার কর্মীদের কাজের ওপর ভিত্তি করে বেতন বৃদ্ধি যেমন হয়, ভারতীয় বোর্ডও সেই মডেল অনুসরণ করতে চাচ্ছে।

 

গত বছর টেস্ট ক্রিকেটকে উন্নতির দিকে নিয়ে যেতে ভারতীয় বোর্ড একটি নতুন পরিকল্পনা করেছিল। বছরে ৫০ শতাংশের বেশি টেস্ট খেললে ম্যাচ প্রতি ৩০ লক্ষ টাকা এবং ৭৫ শতাংশের বেশি ম্যাচ খেললে ম্যাচ প্রতি ৪৫ লক্ষ টাকা দেওয়ার কথা ভাবা হয়েছিল। সেই সময় বোর্ড ৪০ কোটি টাকা খরচের পরিকল্পনা করেছিল, যাতে খেলোয়াড়রা টি-টোয়েন্টি এবং আইপিএলের পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও গুরুত্ব দেন। 

 

তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের টেস্ট পারফরম্যান্স আশানুরূপ নয়। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারের পর ইতিহাসে প্রথমবার কিউইদের কাছে টেস্ট সিরিজ হারে ভারত। এছাড়া, ১২ বছর পর দেশের মাটিতে কোনো টেস্ট সিরিজ হারের অভিজ্ঞতাও হয়। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে ১-৩ ব্যবধানে হারের ফলে বোর্ড ক্ষুব্ধ। এসব পরাজয়ের কারণেই এবার বোর্ড খেলোয়াড়দের বেতন কেটে নেওয়ার কথা ভাবছে। 

 

 

বোর্ড মনে করছে, পারফরম্যান্সের ভিত্তিতে বেতন নির্ধারণ করলে খেলোয়াড়রা আরও মনোযোগী হবেন এবং টেস্ট ক্রিকেটে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।