বিকট আওয়াজের পর গঙ্গায় ডুবল ছাইবোঝাই বাংলাদেশি জাহাজ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৫ ১৮:০৩ ।
আন্তর্জাতিক
পঠিত হয়েছে ১৫ বার।

মাঝগঙ্গায় ডুবে গেল ছাইবোঝাই বাংলাদেশের কার্গো জাহাজ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ায়।

 

জানা যায়, ডুবে যাওয়া জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। প্রায় এক সপ্তাহ আগে ওই জেলার ত্রিবেণীর ‘ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন’ (বিটিপিএস) থেকে ছাই সংগ্রহ করে দেশে ফিরছিল জাহাজটি। ফেরার পথেই বাঁশবেড়িয়ার কাছে মাঝগঙ্গায় দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস বাংলার। 

 

ইতোমধ্যে জাহাজটি গঙ্গা থেকে তোলার কাজ শুরু হয়েছে। এরপর জাহাজটি মেরামত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। 

 

রোববার স্থানীয় তথ্য মতে, এডি বছিরউদ্দিন কাজি নামে কার্গো জাহাজটি মাঝগঙ্গায় পলিতে আটকে যায়। টাল সামলাতে না পেরে একপাশে কাত হয়ে যায়। এরপর জোয়ারের পানিতে প্রায় ডুবে যায় জাহাজটি।

 

 

অপরদিকে জাহাজের কর্মীরা জানাচ্ছেন, হঠাৎ জাহাজের তলায় শব্দ হয়। তারপরই জাহাজে পানি ঢুকতে শুরু করে। একদিকে হেলে পড়ে জাহাজটি। তখনই বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। শুরু হয় জাহাজটি পানি থেকে তোলার প্রক্রিয়া।

 

ভাটার সময় পানি কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ আবার ভেসে উঠেছে। প্রতিদিন একটু একটু করে ওই জাহাজ থেকে ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এজন্য সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে।

 

শ্রমিকরা জানাচ্ছেন, জাহাজের সব ছাই খালি করতে এখনও অন্তত সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে। এরপর মেরামত করে জাহাজ বাংলাদেশে ফেরত যাবে।