নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই -বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ
স্টাফ রিপোর্টার
বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির বলেছেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা আরো বেড়ে যায়। তাই আমরা যে যেখানেই কাজ করি না কেন সকলকে প্রশিক্ষণ নিতে হবে। তিনি বলেন, কোন মানুষ যেন বগুড়ার আদালত থেকে মুখ কালো করে ফিরে না যান। জুলাই-আগস্ট যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা লালন করতে হবে।
সিনিয়র জেলা ও দায়রা জজ আরো বলেন, আদালতে বিচারপ্রার্থীদের সেবা করতে হবে। তাদের কথা শুনতে হবে। বগুড়ার আদালতের সুনাম যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে। সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। বিচার বিভাগ জন্ম হয়েছে মানুষের ন্যায় বিচারের জন্য। সেই ন্যায় বিচার যেন বগুড়ার সর্বস্তরের বিচারপ্রার্থীরা পান।
তিনি গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে কর্মচারীদের দক্ষতা ও মান উন্নয়নের নিমিত্ত প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সহকারি জজ মোঃ রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক মোঃ আবু হানিফ, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্তকর্তা মাহবুবুল আলম প্রমুখ।
তিন দিনের প্রশিক্ষণে ১৪৬জন পুরুষ ও নারী কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন। এই প্রশিক্ষণে অফিস সহকারি, জারিকারক, কম্পিউটার অপারেটর, নাজির ও প্রশাসনিক কর্মকর্তার দক্ষতা ও মান উন্নয়নের নিমিত্ত প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর বিচারক মোঃ লুৎফর রহমান শিশির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ এর বিচারক মোঃ তৈয়ব আলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ এর বিচারক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৬ এর বিচারক তাসলিমা নাসরিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৭ এর বিচারক রাজু আহমেদ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির।