বগুড়ায় প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক আব্দুস সামাদের স্মরণে দোয়া মাহফিল ও ইন্টার্নি চিকিৎসকগণের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২২ বার।

বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সাবেক অধ্যক্ষ ডা. আব্দুস সামাদ স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইন্টার্নি চিকিৎসকগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারী বেলা ১২টায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গ্যালারীতে বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাপাতাল এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন বগুড়ার আয়োজনে স্মরণ সভা, দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মাওলানা মো. রুহুল আমীন। দোয়া মাহফিল শেষে ইন্টার্নি ২০২২ ব্যাচের চিকিৎসকগণের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এস. এম. মিল্লাত হোসেন এর সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম। প্রধান অতিথি বলেন, নব্য সকল হোমিওপ্যাথিক চিকিৎসককে সততা ও নিষ্ঠা সহকারে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদানের আহবান জানান। বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ডা. মুঞ্জুুরুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিপলেড ফার্মাকো লিমিটেডের সিনিয়র সেলস এক্সিকিউটিভ ডা. রুহুল আমীন রাহী, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. দেলওয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ ডা. আয়ুব হোসেন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গভর্নিং বডির সদস্য ডা. আব্দুল খালেক, ডা. আবুল হোসেন, ডা. ইয়াছিন আলী, ডা. এ কে ফেরদৌস আলী, ডা. হুমায়ন কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. আব্দুল মতিন, ডা. আবুল মুনসুর, ডা. মোহাম্মদ আতিকুর রহমান সুমন, ডা. শাহ গাজী, ডা. এস এম সাহাবুদ্দীন আহমেদ, ডা. এহতেশাম আলী আহমেদ, ডা. মানছুরা খাতুন, ডা. ফাহমিদা আক্তার ফেন্সি, ডা. আব্দুল আলীম, ডা. আব্দুল হামিদ খান, ডা. শফিকুল ইসলাম, ডা. ফিরোজ মাহমুদ, ডা. গোলাম মোস্তফা, ডা. প্রমিত কুমার মন্ডল, ইন্টার্নি চিকিৎসক ডা. নুরুজ্জামান জুয়েল, ডা. রুহুল আমীন, ডা. তারিকুল ইসলাম, ডা. সফির উদ্দিন, ডা. সুমাইয়া ইয়াসমিন, ডা. সজিবুল ইসলাম, ডা. তুষার কুমার প্রমুখ।