‘কাপল ড্যান্স' পার্টি থেকে ২৫ নারী-পুরুষ আটক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৩৩৪ বার।

চট্টগ্রাম নগরে একটি ভবন থেকে ২৫ জন নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ২ নং গেইট এলাকায় "ইয়াকুব ট্রেড সেন্টার" নামের ওই ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

জানা যায়, তারা ওই ভবনে ‘কাপল ড্যান্স’পার্টির নামে অশ্লীল নাচানাচি করছিলেন। আটকদের একজনের কাছ থেকে ৭০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, ‘২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারে সাত তলায় অবৈধ অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালিয়ে ৮ জন পুরুষ ও ১৭ জন নারীকে আটক করা হয়েছে। পুলিশ কমিশনার স্যারের নির্দেশে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।’