বগুড়ায় তিন ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কড়িতলা হাইস্কুল মাঠে (কামালপুর, ভেলাবাড়ি, বোহাইল) ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) ইফতার পূর্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তিনি সারিয়াকান্দি সোনাতলা এলাকার প্রতিটি ঘরে ঘরে সেই বার্তা পৌছে দেয়ার জন্য নেতাকর্মীদেরকে অনুরোধ করেন।
কাজী রফিক বলেন, বগুড়ার উন্নয়ন ১৫ বছর থমকে ছিল। বিএনপির নেতৃত্বে আগামীতে সরকার গঠন হলে বগুড়া নতুন রুপে ফিরে আসবে। সেই সাথে সারিয়াকান্দি-সোনাতলাকে যমুনার হাত থেকে বাঁচানোর জন্য স্থানী সমাধান করা হবে।
এসময় আরও বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানূর রহমান রেন্টু, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন ছনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল কবির পলাশ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক এম রুবেল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাব্বত জান মন্ডল, কামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মুখলেছার রহমান হিল্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আইয়ুব আলী, কামালপুর ইউনিয়ন কৃষকদল নেতা আবু বক্কর সিদ্দিক বাক্কা, বোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, বোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া, ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা মামুন, ভেলাবাড়ি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।