মসজিদে ঢুকে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ২

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫ ১৯:৫১ ।
দেশের খবর
পঠিত হয়েছে ২১ বার।

মাদারীপুরে বালুর ব্যবসা ও হাট ইজারা নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে প্রকাশ্যে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনার দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার ব্যক্তিরা হলেন হোসেন সরদার (৬০) ও সুমন সরদার (৩৩)। হোসেন সরদার এই হত্যা মামলার প্রধান আসামি।

আজ দুপুরে বরিশাল নগরের রূপাতলী এলাকায় র‍্যাব-৮–এর আঞ্চলিক প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসামি গ্রেফতারে অভিযানের তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক অমিত হাসান।

র‌্যাব জানায়, মঙ্গলবার (১১ মার্চ) গভীর রাতে ঢাকার আশুলিয়া থানাধীন চিত্রাশাইলের কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে হোসেন সরদারকে গ্রেফতার করে র‍্যাব-৮ ও ৪-এর যৌথ দল। এ ছাড়া র‍্যাব-৮-এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে শরীয়তপুরের পালং ইউনিয়নের আরিগাঁও এলাকা থেকে সুমন সরদারকে গ্রেফতার করেন। হোসেন সরদার মাদারীপুর সদরের খোয়াজপুর গ্রামের বাসিন্দা। সুমন সরদার একই উপজেলার বাবনাতলা গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, গত ৮ মার্চ সকালে অবৈধভাবে বালু ব্যবসা ও ইজারা নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার, তার ভাই আতাউর সরদার এবং তাদের চাচাতো ভাই পলাশ সরদারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। হামলাকারীরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালান। এ ঘটনায় ৪৯ আসামির নাম উল্লেখ করে এবং ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মাদারীপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।