বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ভাতিজার মরদেহ দেখে চাচির মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫ ২৪:৩৯ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩৯০ বার।

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ভাতিজার মরদেহ দেখে চাচির মৃত্যু হয়েছে। সোমবার বিকালে বিশালপুর ইউনিয়নের পানিসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া চাচির নাম স্বপ্না সরকার(৪২)। তিনি ওই এলাকার সরজিৎ সরকারের স্ত্রী এবং সড়ক দুর্ঘটনায় নিহত অলক সরকারের চাচি। 

 

জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসাড়া গ্রামের ইন্দ্রজিৎ সরকারের ছেলেঅলক সরকার, জয়দেব সরকার ও শুভ সরকার তিন বন্ধু সোমবার সকালে মোটরসাইকেলে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে বেড়াতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে বিশালপুর-মির্জাপুর সড়কে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে তিন বন্ধু গুরুতর আহত হন। তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অলক সরকারকে মৃত ঘোষণা করেন। জয়দেব সরকারের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। শুভ সরকার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত অলক সরকারের লাশ বাড়িতে আনার পর বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিবেশি চাচি হৃদরোগী স্বপ্না রানী সরকার দেখতে যান। ছিন্নছিন্ন লাশ দেখার পর স্বপ্না হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।’