বগুড়ায় আখ বোঝাই ভ্যান উল্টে চালক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫ ১৭:২৩ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৪৬ বার।

বগুড়ায় আখবোঝাই ভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দির কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আব্দুল হাকিম (৩২)। তিনি ধুনট উপজেলার ঝিনাই গ্রামের মোফাজ্জল সরকারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম। 

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা  জানান, আব্দুল হাকিম আখবোঝাই ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।