বগুড়ায় ছাত্রদলের ঈদ পুনর্মিলনীতে শিক্ষার্থীদের মিলনমেলা
স্টাফ রিপোর্টার
বগুড়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে পুনর্মিলনী অনুষ্ঠান মিলনমেলায় পরিনত হয়।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে তারুণ্য। কলেজে ফেলা আসা দিনগুলো স্মরণ করে বক্তব্য দেন সাবেক শিক্ষার্থীরা।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেল আহবায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, এমআর ইসলাম স্বাধীন, ফজলুল বারী তালুকদার বেলাল, শহীদুন্নবী সালাম, খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাইন, মনিরুজ্জামান মনি।
বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, সাইদুল ইসলাম, ড. আব্দুল মজিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন প্রমূখ।