বগুড়ার পাঁচটি মৌজার দুই হাজার একর জমি জামালপুর থেকে উদ্ধারে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৫৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১৫ বার।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৫টি মৌজার দুই হাজার ৭৫ একর জমি জামালপুর থেকে উদ্ধারে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের জামথল নৌঘাটে দুই কিলোমিটার জুড়ে সারিকান্দি-সোনাতলাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। 

কাজলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন জিন্নাহর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রস্তাাবিত জেড ফোর্সের চেয়ারম্যান বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্ণেল জগলুল আহসান। সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন চৌধুরী, ঢাকাস্থ সারিয়াকান্দি কল্যাণ সমিতির আহ্বায়ক ছালজার রহমান, বৃহত্তর বগুড়া সমিতির আহ্বায়ক সাইফুল ইসলাম মুকুল, সোনাতলা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান হিরু মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক এ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, কাজলা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সাকিল মিয়া, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি শাকিল মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জগলুল আহসান বলেন, আমাদের বাপ-দাদা চৌদ্দ পুরুষের ঠিকানা ও জমিজমার কাগজপত্র বগুড়া সারিয়াকান্দির নামে। হঠাৎ করে দুই হাজার ৭৫ একর জমি জামালপুর মাদারগঞ্জের মধ্যে কেটে নিয়ে যাওয়া হয়। আমরা আমাদের বাপ দাদাদের বসতভিটা সারিয়াকান্দির মাঝেই রাখতে চাই। তাই অনতিবিলম্বে নিকারের সিদ্ধান্ত বাতিল করতে হবে। সেই সাথে সুপ্রিম কোর্টে দায়ের করা রিট পিটিশন আমলে নিয়ে এই অঞ্চলের জমি ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

বগুড়া জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন চৌধুরী বলেন, গত ২০২২ সালের ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া সারিয়াকান্দির ২ ইউনিয়নের ৫টি মৌজার ২ হাজার ৭৫ একর জমি জামালপুরের সিমানায় সংযোজন করা হয়েছে। এ রায়ের বিরুদ্ধে গত ২০২৪ সালের ২ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় বগুড়ার সিমানা থেকে জমিগুলো কেড়ে নেয়া হয়েছে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই আমাদের মা ও মাতৃভূমি বগুড়াবাসীকে ফিরিয়ে দেয়া হোক।