ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
পুণ্ড্রকথা ডেস্ক
ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হলো।
বৈঠকটি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করেছেন। বৈঠকে আমাদের পারস্পরিক যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবগুলো বিষয় বলেছেন।’
তিনি বলেন, ‘বৈঠকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়েও কথা হয়েছে। শেখ হাসিনা যে ভারতে বসে নানারকম উস্কানিমূলক মন্তব্য করছেন সেগুলো নিয়ে কথা হয়েছে। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। পানিবণ্টন নিয়ে কথা হয়েছে। বৈঠকটা খুবই ফলপ্রসূ হয়েছে।’
উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।