পদ্মায় নৌকাডুবিতে প্রাণ গেল নবদম্পতির

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫ ২০:৩৯ ।
দেশের খবর
পঠিত হয়েছে ১৯ বার।

পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকা ডুবে নবদম্পতির মৃত্যু হয়েছে। নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামের মো. দুলাল খানের ছেলে হৃদয় খান (২৪) এবং তার স্ত্রী মৌ আক্তার (২০)। 

মৌ পাবনার আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের বনগ্রাম এলাকার  মো. মনিরুজ্জামান মানিকের মেয়ে। 

জানা যায়, শুক্রবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ফুফুর বাড়ি বেড়াতে যান হৃদয়। সেখান থেকে বিকালে সাতবাড়িয়া পদ্মা নদীতে নৌকায় ঘুরতে যান। তারা একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। হঠাৎ মাঝ-নদীতে প্রবল স্রোতে ডুবে যায় নৌকাটি। নৌকায় থাকা ২০ থেকে ৩০ জন সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে পারলেও সাঁতার না জানায় হৃদয় ও তার স্ত্রী পানিতে ডুবে নিখোঁজ হন। এর পরপরই জেলেসহ স্থানীয়রা এবং পরে খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য, সুজানগর দমকল বাহিনীর সদস্য ও রাজশাহী থেকে ডুবুরিদল এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে শনিবার সকাল ১০টার দিকে জেলেদের জালে তাদের মরদেহ উদ্ধার হয় বলে জানান সাইফুল আলম বিপুল নামে স্থানীয় এক বাসিন্দা। 


নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়ন্ত চন্দ্র দে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনা শোনার পর সুজানগর দমকল বাহিনী, ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য, জেলে ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে। পরে শনিবার নবদম্পতির মরদেহ উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, প্রায় তিন মাস আগে সম্পর্ক করে পরিবারের সম্মতি ছাড়াই গোপনে বিয়ে করেছিলেন হৃদয় ও মৌ। মেয়ের পরিবার এ বিয়ে মেনে না নিলেও ছেলের পরিবার মেনে নেওয়ায় ঈদের কয়েক দিন আগে পরিবারের সঙ্গে যোগ দেন তারা।