বগুড়ায় রাশেদ হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ ১৪:৫৭ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৮২ বার।

বগুড়ার সোনাতলায় রাশেদ হত্যা মামলার এজাহারনামীয় আসামী মো. বাবুল (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার বড় জিনইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাবুল সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের মৃত সামছুল হকের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

 

পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে গ্রেফতার করে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে সোনাতলা উপজেলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে রাশেদকে পরিকল্পিতভাবে হামলার শিকার করা হয়। স্থানীয় সন্ত্রাসীদের একটি দল দেশীয় অস্ত্রসহ তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়।

 

প্রাণ রক্ষা করতে রাশেদ মোটরসাইকেল ফেলে পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সন্ত্রাসীরা সেখানেও পিছু নেয়। বাড়ির দরজা ভেঙে রাশেদের মাথায় রামদা দিয়ে কোপ দেয় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ফেব্রুয়ারি তিনি মারা যান।

 

এ ঘটনায় রাশেদের মা বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৭, তারিখ: ১৭-০২-২০২৫, ধারা: ৩০২/৩৪)। মামলার পর থেকেই র‍্যাব আসামীদের ধরতে মাঠে নামে।

 

এর ধারাবাহিকতায় সোমবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে আদমদীঘির বড় জিনইর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত বাবুলকে গ্রেফতার করে র‍্যাব। জিজ্ঞাসাবাদে বাবুল হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

 

গ্রেফতারের পর বাবুলকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার বিকেলে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।