ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নওগাঁ প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কতৃক গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয়। মিছিলে " নায়ারে তাকবির, আল্লাহু আকবর " জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাচতে চাই " "দুনিয়ায় মুসলিম এক হও লড়ায় করো" " ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওযোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপি সমাবেশ করে ইমাম মুয়াজ্জিনসহ জেলার সর্বস্তরের মুসুল্লিরা। সমাবেশে জেলার বিভিন্ন মসজিদ থেকে ছোট ছোট মিছিল নিয়ে মুসুল্লিরা অংশগ্রহণ করে।মুসল্লিদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ জনসমাবেশে পরিণত হয় ।
সমাবেশে নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি আ ন ম আকরাম হোসাইন, সেক্রেটারি মাওলানা আলহাজ্ব ইসমাইল হোসেন, সহসভাপতি মাওলানা রেদুয়ানুল্লাহ, ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মুফতি শামীম আহমেদ নূরী, সদস্য মাওলানা আজিম উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মুফতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিবরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, ইসরায়িলি পণ্য বয়কট, গণহত্যার বিচার এবং জাতিসংঘের নিরব ভূমিকার তীব্র সমালোচনা করেন।
নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন বলেন, লোকে জাতিসংঘকে মানবাতাবাদী সংগঠন বলে।কিন্তু বর্তমানে জাতিসংঘের ভূমিকা দেখে মনে হচ্ছে জাতিসংঘ মুসলিম নিধনের সংগঠন। আমরা জাতিসংঘের নিরব ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি।
ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আ ন ম আকরাম হোসাইন বলেন, ইসরাইলের ইহুদি সম্প্রদায় ফিলিস্তিনের গাজা বাসির উপর বর্বরোচিতো হামলা চালাচ্ছে। আমরা যদি তাদের পণ্যগুলোকে বর্জন করতে না পারি তাহলে আমরাও এই হামলার শরিক হয়ে যাব। কারণ তাদের এই অর্থ-সম্পদ এবং অস্ত্র দিয়ে তারাই জুলুম চালাচ্ছে। তাই আমি দেশবাসীকে বলবো আপনারা ইসরাইলি পন্যকে বয়কট করুন। ব্যবসায়ীদেরকে বলবো আপনারা ইজরাইলি পণ্য বিক্রয় বন্ধ করুন।
এর আগে বেলা ১১টার দিকে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগ ফিলিস্তিনে গণহত্যায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এম রাসেল, জেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রায়হান আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।