রাণীনগরে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫ ১৭:২৩ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১৩ বার।

নওগাঁর রাণীনগর থানাপুলিশ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতার দুইজনকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,গত বছরের ২৬আগষ্ট উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে মিরাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা গ্রামের ওসমান আলীর ছেলে মকলেছুর রহমান (৬২) ও কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মঙ্গলপাড়া গ্রামের আনোয়ার প্রামানিকের ছেলে সাদিকুল ইসলাম নয়ন (৪১)কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজনকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।