গাইবান্ধায় জামায়াত সমর্থক হলেন অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫ ১৮:৫৬ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৪৩ বার।

গাইবান্ধার পলাশবাড়ীতে অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে নাম লিখিয়েছেন। স্থানীয় কুমোরপাড়ায় জামায়াতের দাওয়াত কর্মসূচির সময় ৫০ জনের অধিক সনাতন ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান বলে জানা গেছে।

জামায়াতকে সমর্থন জানানো নবানু পাল বলেন, দীর্ঘ ৩০ বছর যাবৎ একটা জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি, টাকাও খরচ করেছি কিন্তু কোনো সমাধান পাই নাই। তিনি বলেন, জামায়াতের এক ভাই আমাদের জমির সেই সমস্যাটি সমাধান করে দেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। দলটির নেতাদের ন্যায়বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগদান করেছি।

দাওয়াতী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াত সেক্রেটারি আইনুল হক ও বিশেষ অতিথি পলাশবাড়ী পৌর মিডিয়া বিভাগের সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিন। দাওয়াতী এই কর্মসূচি পরিচালনায় নেতৃত্ব দেন পৌরসভার ৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ ইলিয়াস হোসাইন।

গত ১১ এপ্রিল থেকে শুরু হয় জামায়াতের দাওয়াতী পক্ষ। যা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।