বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫ ১১:৫৪ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৪৪৩ বার।

বগুড়ায় মাহমুদুর রহমান(৩৭) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের ভাটকান্দি দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাহমুদুর ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং তিনি ২১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।

পুলিশের এই কর্মকর্তা জানান, জুলাই আন্দোলনের মামলার আসামি মাহমুদুর রহমানকে দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।