বুধবার বগুড়ায় বিক্ষোভ সমাবেশে যোগ দিতে আসছেন সারজিস আলম ও তাহসিন রিয়াজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:৩৪ ।
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিটে শহীদ টিটু মিলনায়তন চত্বরে (পৌর পার্ক) এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 

এনসিপির বগুড়া জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)  সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী।

 

এ প্রসঙ্গে সাকিব মাহদী জানান, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হাতে সংঘটিত গণহত্যার বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতাকর্মীরা বগুড়ায় বৃহৎ প্রস্তুতি নিয়েছেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

তিনি আরও জানান, সারজিস আলম এরই মধ্যে বগুড়ার সমাবেশে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন, যা নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। তিনি বগুড়াবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।