বগুড়ায় ছিনতাইকারীকে চিনে ফেলায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫ ১২:০৯ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩০৫ বার।

বগুড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার লাহিড়ীপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম নান্নু প্রামানিক।  তিনি লাহিড়ীপাড়া ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বক্স প্রামানিকের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এসএম মঈন উদ্দিন। 

পুলিশ সূত্রে জানা গেছে, নান্নু প্রামানিক মহাস্থান বন্দরে কটকটি ব্যবসা পরিচালনা করেন। প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় লাহিড়ীপাড়া বন্দর এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। অস্ত্রের মুখে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় নান্নু তিনজন ছিনতাইকারীর মধ্যে একজনকে চিনে ফেলেন। তিনি তাকে ধরে ফেলতে চেষ্টা করেন, কিন্তু ছিনতাইকারীরা তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নান্নুর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত নান্নু জানান, "আমি এক ছিনতাইকারীকে চিনে ফেলি। তাকে নাম ধরে ডাক দিয়ে তাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু তখন অন্যরা আমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।"

বগুড়া সদর থানার ওসি এসএম  মঈন উদ্দিন জানিয়েছেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।