বগুড়ায় বিএনপি-জামায়াতের ২৪১ মামলা প্রত্যাহার, আরও আসছে ৫০০

অরুপ রতন
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫ ১৪:০৫ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১১৮ বার।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে বগুড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে করা ৭৬৬টি মামলার মধ্যে প্রথম ধাপে ২৪১টি মামলা প্রত্যাহার করা হচ্ছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জেলা প্রশাসকের কাছে ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি পৌঁছেছে। চিঠিতে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী মামলা প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। তিনি জানান, আদালতের পাবলিক প্রসিকিউটরকে (পিপি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

পিপি অ্যাডভোকেট আবদুল বাছেদ বলেন, এসব মামলার চিঠি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হচ্ছে। প্রতিটি মামলায় গড়ে ১০০ জন আসামি রয়েছেন। শিগগিরই আরও ২৯২টি মামলা প্রত্যাহারের চিঠি আসবে। ধাপে ধাপে সবগুলো মামলা প্রত্যাহার হবে। তবে হত্যা, অস্ত্র, জঙ্গিবাদ বা সন্ত্রাসবিরোধী মামলাগুলো এই তালিকায় নেই।

 

পিপির কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে জেলার ১২ উপজেলায় এসব রাজনৈতিক মামলা হয়, যেখানে আসামির সংখ্যা প্রায় অর্ধলক্ষাধিক।

 

এর আগে, গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে মোট ৬ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে কেন্দ্রীয় কমিটি। মাঠপর্যায়ের তদন্ত ও সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিরপরাধ রাজনৈতিক নেতাকর্মীদের রেহাই দিতে এই প্রক্রিয়া চলমান থাকবে।