বগুড়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় বন্ধুকে আসামি করে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫ ২৩:৩৩ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৮৫ বার।

বগুড়ায় বন্ধুর সাথে ঘুরতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে ভুক্তভোগীর বাবা বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেছেন। এতে কিশোরীর বন্ধুকে একমাত্র আসামিকে করা হয়েছে।  রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।

মামলার অভিযোগে বলা হয়েছে, শিবগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রীর সঙ্গে বগুড়া শহরের নামুজা ভান্ডারীপাড়ার এক যুবকের সাথে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ এপ্রিল সকাল ৯টার দিকে ওই যুবকের ডাকে সাড়া দিয়ে ছাত্রীটি বগুড়ার মম ইন বিনোদন কেন্দ্রে যায়। পরে তাকে ঘোরাঘুরির পর মাটিডালী এলাকার একটি অজ্ঞাত বাড়ি বা হোটেলে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

 

পরে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক ব্যক্তি ও জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পরিবার গিয়ে মেয়েটিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। 

 

সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।