বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ ১১:০০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪২১ বার।

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে  গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শেরপুর উপজেলার খন্দকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতার আসামির নাম মো. মেহেদী হাসান (৩২)। তিনি খন্দকারপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত শেরপুর পৌর ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। এসব তথ্য নিশ্চিত করেছেন  শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

 

পুলিশের এই কর্মকর্তা জানায়, গ্রেপ্তার আসামি মেহেদীর নামে গত বছরের ৪ নভেম্ভর শেরপুর থানায় দায়েরকৃত মামলার আসামি। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে৷