বগুড়ায় অজ্ঞান করে ইজিবাইক চুরি, চার সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুরে অজ্ঞান করে দুটি ইজিবাইক চুরির ঘটনায় আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রংপুর এবং বগুড়ার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুরের মিঠাপুকুরের আসাদুল ইসলাম (২৭), বগুড়ার গাবতলীর ওয়াহেদুল ইসলাম (২৯), সদর উপজেলার ফিরোজ উদ্দিন (৩০) এবং ধুনট উপজেলার মিন্টু মেকারকে (৪০)। তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি পুরাতন সিএনজিও উদ্ধার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
শেরপুর থানায় দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান , গত ২৪ এপ্রিল বিকেলে মহিপুর বারইপাড়ার বাসিন্দা লাভলু মন্ডলের ছেলে মো. শামীম ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফেরেননি। রাত সাড়ে ১১টার দিকে ধাওয়াপাড়া এলাকায় তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার ইজিবাইকটি তখন চুরি হয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে রংপুরের মিঠাপুকুরের আসাদুল ইসলামকে ইজিবাইকসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি পুরাতন সিএনজিও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান , গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অটোরিকশা ও ইজিবাইক চুরি করে বিক্রি করত। উদ্ধারকৃত আরেকটি চোরাই ইজিবাইকের প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা চলছে। মামলার তদন্ত চলছে।