স্কুলবাস ভাঙচুর ও হামলার অভিযোগে বগুড়ায় বিয়ামের আট শিক্ষকদের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ মে ২০২৫ ১০:০০ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৯৪ বার।

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের আট শিক্ষকসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে ভাঙচুর ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৪ মে) বগুড়া সদর থানায় টিএম মামুন নামে এক অভিভাবক মামলাটি দায়ের করেন। তিনি শহরের লতিফপুর এলাকার আ স ম মোস্তাফিজুর রহমান তালুকদারের ছেলে। 

 

আসামিরা হলেন—সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক (বাংলা), মো. শহিদুল ইসলাম (ইংরেজি), মাহবুবুর আলম টুটুল (রাষ্ট্রবিজ্ঞান), মোহাম্মদ ইসরাফিল হোসেন (ইসলাম শিক্ষা), মো. জহুরুল ইসলাম (আইসিটি), মো. আবু হানিফা (সাধারণ শিক্ষক), সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম (গণিত) ও প্রভাষক মো. আনিসুজ্জামান (বাংলা)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন। 

 

 

মামলার অভিযোগের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২৮ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানটির গার্ড মাসুদ রানাকে বদলির জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ দলবদ্ধ হয়ে স্কুল মাঠে হামলা চালায়। তারা তিনটি স্কুল বাস ভাঙচুর করে এবং শিক্ষক, শিক্ষার্থী ও চালকদের মারধর করে আতঙ্ক ছড়িয়ে দেয়। এ সময় শিশু শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। হামলার সময় বাসচালক ওয়াজেদ আলী, আব্দুল মান্নান ও নূরু মিয়াকে গুরুতর জখম করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

 

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের হলেও কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। 

 

 প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সরকারিকরণের দাবিতে গত ২৮ এপ্রিল থেকে শিক্ষকরা ক্লাস বর্জন করেন। পরবর্তীতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। ফলে টানা আটদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

 

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি হোসনা আফরোজা বলেন, 'যারা শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে বিয়াম ফাউন্ডেশন ব্যবস্থা নিচ্ছেন।'