রবীন্দ্রজয়ন্তীতে বগুড়ায় আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর ‘জন্মের প্রথম শুভক্ষণ’
স্টাফ রিপোর্টার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা ক'জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান " জন্মের প্রথম শুভক্ষণ " অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লতা পারভীন, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, পুন্ড ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায়, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার প্রমুখ। কথা, কবিতা ও নৃত্যে শিল্পীদের দলীয় পরিবেশনার মাধ্যমে ফুটে উঠে মাহাবুব হাসান সোহাগের পরিকল্পনা ও পরিচালনায় " জন্মের প্রথম শুভক্ষণ " অনুষ্ঠানটি । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী।