শিবগঞ্জের রায়নগরে মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৫ ১৮:৫০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২০ বার।

উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মহিলাদলের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে রায়নগর মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (১৩মে) রায়নগর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে রায়নগর ডিএস আলিম মাদ্রাসা হলরুমে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলাদলের সভাপতি মিনারা বেগম।

 

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব। 

 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, সাংঠনিক সম্পাদক জিয়াউল হক লিমটন, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, শ্রমিক নেতা আশরাফুল ইসলাম, মহিলাদল নেত্রী তাজমেরী তুহিন, খাদিজা আক্তার, জাহানারা বেগম, শামসুন্নাহার, সুলতানা, বিউটি বেগম, লাইলী, মাহমুদা, স্বপ্না, রাশেদা প্রমুখ। কর্মীসভায় স্বর্নিভর দেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসুচি সম্পর্কে নারীদের মাঝে পৌছে দিতে মহিলা দলের নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়।