ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেফতার

বগুড়ায় সাংবাদিক ওয়াহেদ ফকির জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ মে ২০২৫ ১৯:৩৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪ বার।

বগুড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকির জামিন পেয়েছেন। মঙ্গলবার (১৩ মে) বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পুলিশ রিপোর্ট (পিআর) দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার খরনা কর্মকার পাড়ার বাসিন্দা পলাশ কুমার মহন্ত গত ৪ মে সাংবাদিক ওয়াহেদ ফকিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ ওয়াহেদ ফকিরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন মঞ্জুরের পর আব্দুল ওয়াহেদ ফকিরের আইনজীবী জানান, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন। মামলার বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা হবে বলেও তারা জানান।