যমুনায় ১ সপ্তাহ ধরে পড়ে আছে বেওয়ারিশ জাহাজ
পুণ্ড্রকথা ডেস্ক
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর পাড়ে একটি বেওয়ারিশ জাহাজের সন্ধান পাওয়া গেছে। তবে জাহাজটির কোনো প্রকৃত মালিক না থাকায় স্থানীয়দের ধারণা- এটি চুরি করে আনা হয়েছে।
মঙ্গলবার সরেজমিন দেখা যায়, যমুনা নদীর এনায়েতপুর স্পার বাঁধের প্রায় ৫০০ গজ দক্ষিণে চলছে পাউবোর তীর সংরক্ষণ কাজ। সেখানে জাহাজটি একটি ব্লকের সঙ্গে দড়ি (কাছি) দিয়ে বেঁধে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, নৌযানটির গায়ে এমটি আনোয়ার নাসির-২ লেখা রয়েছে। পেছনে সুরভী লেখা, এটি তিনতলা বিশিষ্ট একটি পুরোনো টাগবোট। প্রায় এক সপ্তাহ ধরে জাহাজটি বাঁধের পাশে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয়রা প্রথমে থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহাজটি পুলিশের জিম্মায় নেয়। পরে বিষয়টি নৌ পুলিশের আওতাভুক্ত হওয়ায় তাদের জানানো হয়।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম জানান, এটি পুরোনো টাগবোট নামক জাহাজ। জাহাজটি কোথা থেকে কে বা কারা এনেছে, সেটা কারও জানা নেই। জাহাজের প্রকৃত মালিককে খোঁজা হচ্ছে। ভূঞাপুরের আলী আজগর নামের একজন মালিকানা দাবি করলেও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।