জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন ও দলের সদস্য পদ নবায়নে বগুড়ায় বিএনপির জরুরী সভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৫ মে ২০২৫ ১৯:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৭ বার।

বগুড়া জেলা বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় নবাববড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে জরুরী সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল কমির বাদশা।

 

সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপিকে ধ্বংস করতে বহু ষড়যন্ত্র করেছে। দলীয় নেতাকমীদের খুন, গুম, মামলা, হামলা দিয়ে নির্যাতন করেছে। মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েছে এবং তার সহধর্মিনী তিনিও মামলা থেকে রেহাই পায়নি। কঠিন দু:সময়ের মধ্যেও আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যোগ্য নেতৃত্বে দলকে পরিচালিত করেছেন ও দলকে সুসংগঠিত করেছেন।

 

আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালন, দলের সদস্য পদ নবায়ন, মে ২৩ ও ২৪ তারিখে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও তারুণ্যোর সমাবেশ সফল এবং বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটের প্রচারনার বিষয়ে আলোচনা হয়।

 

জরুরী সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির জাতীয় নিবাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়জব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, আব্দুল মহিত তালুকদার, আব্দুল বাছেদ, ফরিদুর রহমান ফরিদ, নুরে আজম বাবু, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হক শাহীন, এনামুল হক নতুন, জিয়াউল হক লিপন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মৎসজীবী দলের আহবায়ক ময়নূল হক বকুল, জেলা তাতী দলের আহবায়ক সারোয়ার হোসেন, জেলা ওলামা দলের আহবায়ক মাও: জাকারিয়া, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, জেলা কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম রনি,  জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।