ছাত্র আন্দোলনে হামলার ঘটনায়

বগুড়ায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতার রিমান্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ মে ২০২৫ ১৯:৩৭ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৪১১ বার।


বগুড়ায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। গত বছরের ৪ আগস্ট শহরের তিনটি পৃথক স্থানে আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে হামলা, মারধর, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলাগুলোর তদন্তে এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রিমান্ডে নেওয়া পাঁচজন হলেন—শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বরখাস্ত হওয়া মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা, সোহাগ সরকার, তৌহিদুল ইসলাম তৌহিদ ও আজিজ হোসেন আকন্দ।

আজ বুধবার (১৪ মে) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসান রিমান্ড আবেদনের শুনানি শেষে পৃথক তিন মামলায় তাদের দুই থেকে তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ছাত্র জনতার মিছিলে হামলার অভিযোগে করা মামলায় মো. নুরুজ্জামান ও সজিব সাহাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলাটি তদন্ত করছেন পুলিশ সদস্য এসআই নজরুল ইসলাম।

অপরদিকে, একই দিন বড়গোলায় ছাত্র মিছিলে হামলা ও শিমুল নামের এক তরুণের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহাগ সরকার ও তৌহিদুল ইসলাম তৌহিদকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তয়ন কুমার মণ্ডল এ জন্য রিমান্ডের আবেদন করেন।

তৃতীয় মামলাটি ঝাউতলা-বড়গোলা রোডে মিছিলে হামলা, মারধর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা হয়। এ মামলার আসামি আজিজ হোসেন আকন্দকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। মামলাটি তদন্ত করছেন এসআই আনিসুর রহমান।

তিনটি মামলায়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।