বগুড়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বারীতলা একাদশ
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় শর্টবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বারীতলা একাদশ। শুক্রবার বিকালে শহরের ওমর ফারুক স্কুলমাঠে নিশিন্দারা খাঁপাড়া ফাইভ স্টার ক্লাব এই টুর্ণান্টের আয়োজন করে। ফাইনাল খেলায় ঈশা মণি ষ্পোটিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে বারীতল একাশদ। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বারী একাদশের অধিনায়কের হাতে ট্রাফি তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহ্ মো:মেহেদী হাসান হিমু।
ফাইভ স্টার ক্লাবের আহবায়ক সাইদুজ্জামান পিরু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মিন্টু খান, জেলা স্বেচ্ছসেবকদলের সহ-সভাপতি মোহাম্মদ আলী, ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু, জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ইবাদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল কহ হ্যাপি, সমাজসেবক আলমগীর, ক্রিড়া সংগঠক ও ফুটবল প্লেয়ার আতিক মল্লিক। আরো উপস্থিত ছিলেন বাবু শেক, সাইফুল ইসলাম, আবু বক্কব সিদ্দিক, আলহাজ্ব শেখ, সোহাগ।