বগুড়ায় ২৪৮ লিটার চোলাই মদসহ আটক ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ মে ২০২৫ ১৬:১৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৩ বার।

বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ২৪৮ লিটার দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।

 

আটক ব্যক্তি হলেন মো. সেলিম মৃধা (৫৭)। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর সওদাগরপাড়ায়। বর্তমানে তিনি শহরের চারমাথা শৈল্যালপাড়ায় বসবাস করেন।

 

শেরপুর থানা পুলিশ জানায়, শুক্রবার (১৭ মে) রাতে  শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকার সিটি ব্যাংকের সামনে চেকপোস্টে একটি সিএনজিকে থামানোর সংকেত দেওয়া হয়। তখন গাড়ির সামনের আসনে বসা দুইজন এবং পেছনে থাকা একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে চালকের আসনে থাকা সেলিম মৃধাকে আটক করে তল্লাশি চালানো হয়।

 

তল্লাশির সময় সিএনজির পেছনের সিটের ওপর ও নিচে থাকা ৬টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ৫১৪ বোতলে ২৪৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত বগুড়া-থ ১১-৫৬০৬ নম্বরের একটি সিএনজিও জব্দ করা হয়।

 

এ ঘটনায় আটক সেলিম মৃধাসহ আরও তিনজন পলাতকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতকরা হলেন—রাজীব চন্দ্র (৩২), হৃদয় বাঁশফোড় (৩০) এবং সুজন (৩৫)।

 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, “আটক সেলিম মৃধার বিরুদ্ধে ২০১২ সালে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে।”