বগুড়া ওয়াইএমসিএ’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া ওয়াইএমসিএ নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। শুক্রবার প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি অর্পণা প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব বাংলাদেশ এর সহ-সভাপতি ম্যাগডোলিন ফ্রান্সিসকা বেসরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওয়াইএমসিএ আন্তর্জাতিক যুব সংগঠন। ১৮৪৪ সালে লন্ডনে প্রতিষ্ঠা লাভের পর হতে ক্রমান্বয়ে ১২০টি দেশে এ যুব সংগঠন বিস্তার লাভ করেছে। এ সংগঠনটি বাস্কেট বল ও ভলিবলের আবিস্কারক হিসেবে বিশ্ব জুড়ে পরিচিতি পেয়েছে। তিনি আরো বলেন, বগুড়া ওয়াইএমসিএ শুধুমাত্র অবকাঠামোতে বড় হয়নি, বড় হয়েছে প্রবৃদ্ধিতে। ঐকান্তিক ভালবাসা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে গেছে। সুশাসন ব্যতিত সুনাগরিক হিসেবে কোন জাতিই গড়ে ওঠতে পারে না।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, সহ-সভাপতি রুমা প্রামানিক, কোষাধ্যক্ষ জেমস সত্য রঞ্জন দাস, কার্যনির্বাহী সদস্য মি. সৌরভ বিশ্বাস, রেজিনা মারান্ডী, সুচিত্রা দাস, সিনথিয়া জয়ন্তী হরো, ডাঃ জেমস সুদীপ্ত দেওয়ারি, অর্থ সম্পাদক টোনাম সরকার সহ প্রমুখ।
শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরার উপস্থাপনায় ও পালক গিলবার্ট মৃধার ধ্যানপর্ব পরিচালনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে সংস্থার সদস্যগণ অংশ নেন। শেষে বগুড়া ওয়াইএমসিএ এর আগামী ৫ বছরের কর্মপরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।