বগুড়ার সারিয়াকান্দি ইউএনও'র বদলি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ মে ২০২৫ ২০:৩০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৯ বার।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানকে বদলি করা হয়েছে। শনিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে এ ব্যাপারে জানান হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। 

প্রজ্ঞাপন অনুযায়ী, সারিয়াকান্দি উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানকে নওগাঁর ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনকে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।