বগুড়ায় ছাত্র- জনতার আন্দোলনে জড়িত আ'লীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ মে ২০২৫ ২২:৩৫ ।
বগুড়ার খবর
বগুড়ার শেরপুর থানা পুলিশ মাইদুল হাসান ওরফে বিটল(৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
তিনি শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
শনিবার(১৭ মে) সন্ধ্যা ৬ টার দিকে শেরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এতথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে ছাত্র জনতার উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি এবং আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে শেরপুর থানায় দায়ের হওয়ায় মামলার আসামী মাইদুল হাসান বিটুল। পাঁচ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার আগে চকধলী গ্রামের মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, রবিবার তাকে আদালতে হাজির করা হবে।