ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রংপুরগামী বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৫ ১৯:২৪ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৬২ বার।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) রাতে এই ঘটনা ঘটে। এ সময় সবকিছু লুটে নেয়ার পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।


জানা যায়, গতকাল রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে রংপুরগামী আল ইমরান পরিবহনের একটি বাস যাত্রা শুরু করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে যাত্রীরা ওঠেন। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ১০ জন নারী। বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা অতিক্রম করার পর যমুনা সেতুর পূর্ব প্রান্তে এসে যাত্রীবেশে থাকা ৮-১০ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর বাসের চালক, হেলপার ও যাত্রীদের চোখ-মুখ বেঁধে ফেলে তারা।

ডাকাতরা বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে নেয় এবং সাভারের চন্দ্রা-আশুলিয়া হয়ে রাতভর কয়েকবার টাঙ্গাইল পর্যন্ত যাওয়া-আসা করে। এ সময় বাসের প্রতিটি যাত্রীর দেহ তল্লাশি করে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। নারী যাত্রীদের তল্লাশির সময় শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। 

যাত্রীরা জানান, তাদের চোখ-মুখ বাঁধা থাকায় কিছুই দেখতে পারেননি, তবে নারীদের কান্না ও কাকুতি-মিনতি শুনতে পান। ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি ফেলে ডাকাত দল পালিয়ে যায়। পরে যাত্রীরা থানায় গিয়ে অভিযোগ করেন।

 

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওান সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আমরা ডাকাতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছি। 

প্রসঙ্গত, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারিতে একই মহাসড়কে ইউনিক রয়েলস বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। ২০২২ সালের ২ আগস্ট কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও ধর্ষণের অভিযোগ ওঠে।