বগুড়ায় উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আ. লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ মে ২০২৫ ২৩:২২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৬৮০ বার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিকদল নেতা আবু রায়হান রাহিম হত্যা মামলায় দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার আমিন (৪৯)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গতকাল মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহলদারপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমিন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং মৃত ওসমান আলী মহলদারের ছেলে।

 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আমিনুর রহমানকে আজ বুধবার বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।