বগুড়ায় নিষিদ্ধ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপনের সহযোগী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ মে ২০২৫ ১০:২৩ ।
বগুড়ার খবর
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারনামীয় পলাতক আসামি ও নিষিদ্ধ বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বপনের সহযোগী এনামুল হক রানা (২২) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে গাবতলি উপজেলার দোয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান।
গ্রেফতার এনামুল হক রানা দোয়ারপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত জসু প্রামানিক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার। তিনি বলেন, “গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
আরও পড়ুন