বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিটুল, সম্পাদক সামছুজ্জামান জয়ী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ মে ২০২৫ ০১:১৮ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ২৬৭ বার।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে। দিনব্যাপী এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন ঘিরে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

 

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেদ রাত ১১টার দিকে ফলাফল নিশ্চিত করেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ মিটুল এবং সাধারণ সম্পাদক পদে মো. সামছুজ্জামান।

 

কমিটির চেয়ারম্যান জানান, এবারের নির্বাচনে মোট ১১৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে দুইজন, কার্যকরী সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ১৫ জন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ-সাধারণ সম্পাদক পদে ১০ জন, কোষাধ্যক্ষ পদে একজন, সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন, সমাজকল্যাণ সম্পাদক পদে একজন, সাংস্কৃতিক সম্পাদক পদে পাঁচজন, ক্রীড়া সম্পাদক পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে তিনজন, প্রচার সম্পাদক পদে দুইজন, ধর্মীয় সম্পাদক পদে চারজন, আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে পাঁচজন, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক পদে চারজন এবং কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৬ জন প্রার্থী।

 

নির্বাচন ঘিরে শ্রমিকদের মাঝে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হওয়ায় সকল শ্রেণির শ্রমিক ও প্রশাসনের ভূয়সী প্রশংসা করছেন সংশ্লিষ্টরা।