ঢাকায় ডাবলু- হিরো- আরিফ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ মে ২০২৫ ১২:৩৯ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৪০ বার।

একাধিক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের বগুড়া জেলা শাখার তিন নেতাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ মে) রাতে ঢাকার গুলিস্তান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন—বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫), জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো (৩৫) এবং বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ (৩৫)।

 

জেলা পুলিশ সূত্র জানায়, গত বছরের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র হত্যাকাণ্ড, বিস্ফোরণ ও হামলার ঘটনায় ওই তিন নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’কে ঘিরে তারা সক্রিয়ভাবে আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

 

এছাড়া তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং ঢাকায় আত্মগোপনে থেকে সরকারবিরোধী নানা ষড়যন্ত্রে সক্রিয় ছিলেন। দায়েরকৃত মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দাঙ্গা সৃষ্টির মতো গুরুতর অভিযোগ।

 

সূত্রটি আরও জানায়, গ্রেপ্তার তিনজনকে শনিবার (২৪ মে) সকালে বগুড়ায় নিয়ে আসা হতে পারে এবং সেদিনই তাদের আদালতে হাজির করা হবে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী আন্দোলন বগুড়ায় সহিংস রূপ নেয়। সে সময় আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার ঘটনায় কয়েকজন গুরুতর আহত এবং একজন নিহত হন। এসব ঘটনায় দায়ের করা মামলাগুলোর এজাহারে আমিনুল ইসলাম ডাবলু, মাসরাফি হিরো ও আরিফুর রহমান আরিফের নাম সরাসরি উল্লেখ করা হয়।