বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে এক নির্মাণ শ্রমিক নিহত
নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫ ১৪:২৩ ।
বগুড়ার খবর
বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে ইমরান হোসেন (১৬) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার (২৪ মে) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের পৌর এলাকার ওমরপুরের পদ্ম পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন পৌর এলাকার ফোকপাল দক্ষিণ পাড়ার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইমরান হোসেনসহ একদল শ্রমিক কাজের জন্য বাড়ী থেকে ভটভটি যোগে বের হয়। পথিমধ্যে ওমরপুরের পদ্ম পুকুর এলাকায় পৌঁছিলে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ইমরান হোসেনর মাথার সজরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র বলেন, রোড এক্সিডেন্টের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন