শিবগঞ্জে সোনালী ব্যাংকের সঙ্গে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের চুক্তি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 
প্রকাশ: ২৪ মে ২০২৫ ১৯:২২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫২ বার।

বগুড়ার শিবগঞ্জে সরকার নিয়ন্ত্রিত সোনালী ব্যাংকের সঙ্গে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্মারক সম্পাদন করা হয়েছে।  সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে শনিবার (২৪ মে) বেলা ১১ টায় চৌধুরী মহিলা কলেজ সভা কক্ষে এই চুক্তি সম্পাদন করা হয়।


অনুষ্ঠানে শিবগঞ্জ সরকারি এম. এইচ ডিগ্রি কলেজ, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ এবং শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এই ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ও পরীক্ষা ফিসহ বিবিধ ফি-চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি শিবগঞ্জ শাখার সঙ্গে চুক্তি স্মারক সম্পাদন করা হয়েছে। 


চুক্তি স্মারক অনুষ্ঠান মহিলা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ইখতেখার ওয়ালি রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজারস অফিস, বগুড়ার জেনারেল ম্যানেজার 
রশিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল অফিস বগুড়া নর্থ ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশীদ ভূঁইয়া, শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আসাদ, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল। 


ব্যাংকের এজিএম আলেয়া ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি বগুড়া নর্থ এর এজিএম জেসমিন সুলতানা, শিবগঞ্জ শাখার এজিএম (শাখা প্রধান) সমর কুমার মোহন্ত।