বগুড়ায় চাচা শ্বশুরের নির্যাতনে গ্রামছাড়া গৃহবধূ

ধুনট( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫ ১৯:৩১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২২ বার।

বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে চাচা শ্বশুরের বিরুদ্ধে থানায় নির্যাতনের অভিযোগ করে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে হতদরিদ্র এক গৃহবধূ। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ করেও মিলছে না কোন প্রতিকার। এ ঘটনাটি ঘটেছে ধুনট ইউনিয়নের মাঠপাড়া গ্রামে।

শনিবার (২৪মে) বিকেলে ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুন্নবী আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়টি মিমাংসা করার জন্য উভয় পক্ষেকে ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শন্তিপূর্ণ সমাধান করে দেয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাঠপাড়া গ্রামের হতদরিদ্র আকরাম-বিলকিস দম্পতির ৫ সদস্যর পরিবার। তাদের অভাব অনটনের সংসার। জীবিকার তাগিদে আকরাম হোসেন পাশের গ্রামে খামারে কাজের সুবাদে সেখানেই অবস্থান করেন। তাদের তিন ছেলে ঢাকা ও বগুড়ায় অবস্থান করেন। এ অবস্থায় বিলকিস বেগম মাঠপাড়া গ্রামে স্বামীর বাড়িতে বসবাস করেন।

এদিকে পারিবারিক বিষয়াদি নিয়ে বিলকিস বেগমের সাথে দীর্ঘদিন ধরে তার চাচা শ্বশুর তফজেল আকন্দের বিরোধ চলে আসছে। সামান্য কথা কাটাকাটির জেরে ১২মে তফজেল হোসেন ক্ষুব্ধ হয়ে বিলকিস বেগমকে মারপিটে আহত করে। বিলকিস বেগম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে ১৩ মে থানায় অভিযোগ করেন। থানায় অভিযোগ করার কারণে তফজেল আকন্দ ১৬মে বিলকিস বেগমকে ফের নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে।

এ ঘটনায় ওই দিনই বিলকিস বেগম বাদি হয়ে তফজেল আকন্দসহ ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। আসামিদের ভয়ে বিলকিস বেগম বাড়ি ছেড়ে পার্শ্ববতী গ্রামে আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করছেন। এ বিষয়ে তফজেল আকন্দের সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার জন্য ইউপি চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন। এ বিষয়ে উভয়পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধান না হলে আইনী ব্যবস্থা নেয়া হবে।