দেড় বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন শান্ত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫ ১৬:৫০ ।
খেলাধুলা
পঠিত হয়েছে বার।

২০২৩ সালের ২৮ নভেম্বর ঘরের মাঠে নিউজল্যান্ডের বিপক্ষে ১০৫ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এর বছর দেড় বছরেরও বেশি সময় ধরে সাদা পোশাকে তিন অঙ্কের সুখ পাননি তিনি। অবশেষে শ্রীলঙ্কার গলে সে হতাশা কেটেছে তার। লঙ্কান বোলারদের সামলে ২০২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক।