হিরো আলমের ঘটনাটি কি সাজানো ছিল, যা বললেন রিয়ামনি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ ১৭:৪৮ ।
বিনোদন
পঠিত হয়েছে ৪৯ বার।

ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটার হিরো আলম। গতকাল শুক্রবার বগুড়ার ধুনটে তাঁর এক বন্ধুর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাঁকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ওই বন্ধু জানিয়েছেন, রিয়া মনিকে নিয়ে হতাশা থেকে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন হিরো আলম।


এরপরই হিরো আলমের কাছে ছুটে যান তার স্ত্রী রিয়ামনি। সেখানে গিয়ে রিয়ামনি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

 
এদিকে সামাজিক মাধ্যমে নতুন খবর ছড়িয়েছে যে হিরো আলম আলোচনায় আসার জন্য এই নাটক শুরু করেছেন। রিয়ামনি ও হিরো আলম দুজনে মিলে সংসার ভাঙা গড়ার এই নতুন কাহিনি তৈরি করে আলোচনা আসার চেষ্টা করছেন।


বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রিয়া মনি। তিনি রবিবার দুপুরে কালের কণ্ঠকে বলেন, দেখেন মানুষের মন মানসিকতা সব সময় এক থাকে না। আমরা ক্যামেরার সামনে কাজ করি বলে কি আমাদের ব্যাক্তিগত কোনো বিষয় থাকতে পারে না? একটা খারাপ সময় যাচ্ছে আমাদের। এই সময় মানুষ কিভাবে এসব বলে জানি না।


তবে আমরা ক্যামেরার সামনে অভিনয় করি বলে কিন্তু আমাদের জীবনের সব অভিনয় নয়।
রিয়া মনি জানালেন হিরো আলম এখন অনেকটাই ভালো আছেন। এখনো ঢাকার বাসায় আসেননি। ঢাকার কাছাকাছি একটি জায়গায় অবস্থান করছেন। হিরো আলম পুরোপুরি সুস্থ হলে ঢাকায় ফিরবেন।