বগুড়া জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ জুলাই ২০২৫ ১৬:৪৩ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩৬৬ বার।

বগুড়ার শাজাহানপুরে অস্ত্র, বিস্ফোরক ও হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শাজাহানপুর থানার মোবারক মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মো. সেলিম রেজা ওরফে সেলিমুজ্জামান (৩২)। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক উপ–প্রচার সম্পাদক ছিলেন। সেলিম রেজা শাজাহানপুর উপজেলার বড়পাথার মধ্যপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক।

 

 

পুলিশের এই কর্মকর্তা জানান, সেলিম রেজার বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০২৪ সালের ১ নভেম্বর দায়ের হওয়া মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।